এখন ভাঁটা
।।।।।।।।।।।।।।
ঢেউগুলো বারবার ফিরে যায়
বালুতট ছুঁয়ে,নিয়ে যায় কিছু বালু।
কানে আসে ঢেউয়ের অসীম গর্জন,
এক পা দু পা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম
মন সায় দিলোনা
তাকিয়ে দেখলাম
তুমি কার হাত ধরে এগিয়ে গেলে
সামনে ঝলমলে রাস্তা
পিছনে নামি রেস্তোরাঁ
আমি কয়েক কদম পিছনে
ঝাপসা দৃষ্টি নিয়ে।


উন্মুক্ত আকাশের নিচে
খোলা  চালাঘর
দরজা নেই জানালা নেই ।
বাইরে ঝড়ো হাওয়া
তবুও ঘরের মধ্যে হাওয়া নেই
ঢেউয়ের অসীম গর্জন কানে আসে
তবু হাওয়া আসেনা
দমবন্ধ হয়ে আসছে।


পাথর গুলো জৌলুস হীন ভাবে তাকিয়ে।
আমিও আমার ঝাপসা দৃষ্টি নিয়ে
তাকিয়ে তার দিকে,
ঢেউ গুলো ধীরে ধীরে
দুর দূরে সরে যাচ্ছে।
বালুতট থেকে আরো দূরে
এখন যে ভাঁটা।