একটু উষ্ণতার জন্য
/////////////////////////


বাহারি গুলঞ্চে যখন চারিদিক
ছেয়ে যায়
মনের উষ্ণ আঁধারে যখন চাঁদ
দেখা না যায়।
চারিদিকে ঘন অমাবস্যার অন্ধকার,
কুয়াশা ঘেরা শীতল
বাষ্পিভুত বাষ্প
কাকে মন খোঁজে বারবার,
একটু উষ্ণতার জন্য মন করে হাহাকার


কনকনে শীতে,
কল্প কাহিনীর সাথে সময় যখন থমকে দাঁড়ায়,
আরব্য রজনীর গল্প যখন
শেষ হয়ে যায়,
মনে হয় খালি ফাঁকা ফাঁকা চারিধার
একটু উষ্ণতার জন্য মন করে হাহাকার।


গরমের তাপে
ওষ্ঠাগত প্রাণ হাঁসফাঁস করে
ধুঁকে ধুঁকে কাঁপে,
চাতকের চোখে অন্তর
কাকে খোঁজে বারবার?
তপ্ত দিশায় একটু উষ্ণতার জন্য
মন করে হাহাকার।


ব্যস্ত শহরের ব্যস্ত জনপদের ভিড়ে
অশান্ত মনের অশান্ত নীড়ে
একাকিত্বের অবহেলায়
নয়ন কাকে খোঁজে বারবার
একটু উষ্ণতার জন্য মন করে হাহাকার।


গরম পেয়ালার কফির বাষ্পে
ভরে গেছে ঘর
শূন্য টেবিলে তরঙ্গে তরঙ্গে
নকশির রঙ্গে হয়ে ওঠে যাদুঘর।
চোখের আঙিনায় ধরা দেয় মুখ,
অন্তর বাহিরের চোরা স্রোতে
নয়ন কাকে খোঁজে বারবার,
একটু উষ্ণতার জন্য মন করে হাহাকার।