এসো হে
///////////


নিঃসর্গ প্রকৃতির বুকে
বিরামহীন হেটে চলা।
এক সেনানীর বীরগাথা
পদাঙ্ক অনুসরণ করে।
আবেগের নেই কোনো স্থান
অহংকারের হবে পরাজয়।
বাস্তবের মুখামুখি দাঁড়িয়ে
বজ্র গম্ভীর স্বরে উদাত্ত আহ্বান।
লাল চক্ষু শাসনির
অবসান আসন্ন।
তোমাকেও হতে হবে সামিল
এই সেনানীর দলে
অপেক্ষায় থেকনা বিজয়
মিছিলের।


তুমি আজ প্রহরী,এক সেবক
দেশমাতৃকার
তোমার জন্য নয় বিজয় উল্লাস,
তোমার দুচোখ হোক ওই
লেলিহান শিখার মত
তোমার হাতে,বাহুতে,পেশীতে
শক্তি সঞ্চয় হোক
তলোয়ার চালানোর।


যারা শীর্ন, জরাজীর্ণ বুকেতে
শ্বাসকষ্ট।
তারও আছে তোমার সারিতে
তুমি হয়োনা লক্ষভ্রষ্ট।
আপামর সবে জুড়ছে দলে দলে
অসমুদ্র হিমাচল সব কিছু ফেলে।


সেনানি ভয় নেই তোমার
আছি সাথে আছি পাশে আছি
তোমার লাইনে।
অহংকারের হবে পতন,
সর্বগ্রাসী বিজয় পতাকা মাটিতে
দেব মিশিয়ে ।
স্বৈরাচারী শাসনের করবো অবসান।


নিঃসর্গ শ্মশান ভুমিকে
করব বাসযোগ্য।
রচনা হবে নতুন গানের ভাষা।
আসবে নতুন প্রানের জোয়ার।