হিসাব নিকাশ
//////////////////


অশান্তির নীড়ে শান্তিতে
ঘুমাবে আর কতদিন।
শান্ত ঘরের কড়ি বর্গায়
লেগেছে ঘুন অনেকদিন।
চোখ বন্ধ রেখে অলসতায় থেকে
দেখে না দেখার অছিলায়
ব্যস্ত রয়েছো রাতদিন।
আকাশ বাতাস সমুদ্র তল পদতলের ভূমি
চতুরঙ্গের তালে তালে হয়েছে উত্তাল।
কোন মাদক নেশার ছায়ায় তুমি
এখনও রয়েছে মাতাল।


মর্মে মর্মে অস্থি পিঞ্জরে বিষাক্ত বায়ু
নির্দ্বিধায় করছো আদান প্রদান।
নিশ্চিন্ত মনে আপন কাননে
এখনও পালন করছো কোন বিধির বিধান?
অঙ্গে অঙ্গে তন্ত্রে তন্ত্রে
জানতে জানতে
ধরেছে পচন রোগ।
আর কতদিন চোখ মুদে থাকবে শুয়ে?
করবে ব্যাধি গ্রস্থ রোগের সুখ ভোগ।


জাগো তুমি এবার
নিবুনিবু আলোয় যে তোমার কুল প্রদীপ,
এখনো নিষ্প্রভ হয়নি
তোমার সাধের দৃষ্টিদীপ।
ধরো হাত বুক ভরে নাও রণাং দেহী শ্বাস।
এখনো সময় আছে বুঝে নাও
পাওনা দেনা বাকি আছে
যত হিসাব নিকাশ।