জানা অজানা স্রোত
/////////////////////////////
কেমন করে ধীরে ধীরে
যাচ্ছি দূরে সরে সরে।
কেমন করে সবই আজ
হাতের থেকে অনেক দূরে।
যন্ত্রে বন্ধ জীবন সব
ধরা ছোঁয়ার বাইরে আজ।
সকাল থেকে রাত্রি দুপুর
কাজের চাপে নাভিশ্বাস।


চাপে চাপে রাত্রি কাটে
সকাল থেকে দৌড় শুরু।
গাধার জীবন বইছি সবাই
হতে হবে সবার গুরু।
মনের মাঝে ব্যাথ্যা চেপে
ভুলে গিয়ে সবার মুখ।
টাকার নেশায় ডুব দিয়েছি
মনের মাঝে বাঁধছে  অসুখ ।


সৎ,অসৎ ভুলে গিয়ে
ছুটছি মোরা টাকার পিছে।
অহংকারের বিজয় রথে
লাগাম ধরেছি বেজায় রোষে-কষে।
টাকার নেশায় ডুব দিয়েছি
বাড়ছে শুধু টাকার অসুখ।


সুখের তালায় চাবি আছে
খুলছে না সে দিনের শেষে।
ছুটে ছুটে সময় শেষ
বুঝছি না যে সবই মিছে।
চাওয়া পাওয়া টাকার খেলায়
বাকি সব অন্তঃসার
বন্ধন,ব্যাথ্যা মনের কথা
টাকার পাল্লায় করছি মাপ।


টাকার খেলায় হিংসার ভেলায়
সবই যাচ্ছে ভেসে ভেসে,
ঘর পরিবার স্বজন সুজন
কাটছে জীবন দুঃখের সাথে।