জয় হোক......
//////////////


কালকে যারা ছিল অন্ধকার গলির তস্কর
তারা আজ -
নামি দামী সাধু ব্যক্তিত্ব মহাজ্ঞানী তীর্থঙ্কর।
গুণী জনের মাঝে পায় স্থান,
সবাই দেখায়  তাদের সম্মান সাদরে করে আহ্বান।
যাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে তস্করিতে।
তারা আজ সমাজের গন্নি মান্নি
পরম পূজ্য মুখ্য অতিথি ,
স্থান -
সবার আগে প্রথম সারিতে।
সভা সমিতিতে স্কুল কলেজের বার্ষিক অনুষ্ঠানে,
কিংবা
বিবাহ অন্নপ্রাশন্ন ব্যবসা
বা
প্রতিষ্ঠানের শুভ  উদ্বোধনে
ডাক আসে মহাশয় বলে
খামে ভরা চিঠিতে।


আজ তারা সর্বাগ্রে সর্ব কার্যে,
দলনেতা,সমাজপতি যুব সমাজের পথ প্রদর্শক।
তারাই আজ নিয়ম বানায় নিয়ম ভাঙে,
সাথে তকমা পেয়েছে
নিয়ম কানুনের রক্ষক।
শুধু তাই নয়  -
তারা এখন সুদক্ষ প্রশাসক।


তস্করির নকশা বদলেছে,
বদলেছে সময় বদলেছে দিন,
তস্করির নকশায়  আজও
তাদের কাটে নিশিদিন।
গলদঘর্ম পামর জনতা,ঢুলি পরে এখনোও চোখে।
মাথায় তুলে নাচায় আর নাচে
ভাবে মোক্ষ প্রাপ্তির আলাদিন
আজ তাদের সাথে।


প্রতিদিন গোচরে অগোচরে
ভদ্রভেসী সমাজপতিরা-
নিয়ে যায় নির্বিচারে,
সব কিছু তস্করি করে ।
সুরের বীণায় মনমোহিনী সুরের
তান ধরে তস্করির।
তবুও কি বোঝে অবুঝ জনতা
যারা আজ বিষহীন ফনাধারী।


সমাজের রন্ধ্রে রন্ধ্রে অলি গলি'তে
আজ সমাজপতিদের বাহারি রঙের বাহার।
মান্নি গন্নি ব্যক্তিরা আসে
দিনান্তে ,
সমাজপতিদের ঘরে চলে উল্লাস ।
চলে বিদেশি রংবে রঙের আহার।
ভাষণে ভূষনে সম্ভাষনে সামজপতিদের
আজ চারিদিকে শুধু জয় জয় কার।


নির্বোধ সর্বজ্ঞানী
আফিমের নেশায় বুঁদ দিকভ্রান্ত জনতা
অহর্নিশি করছে
সেলাম -প্রণাম
আর
গাইছে গুনগান।
জয় হোক যুগে যুগে এই সব
তস্করের সুনিপূন সুকৌশলী তস্করি অভিযান।