কালি-কালী
#########
ছোট্ট বেলায় লিখতে বসে
পাশে থাকতো দোয়াত কলমদানি,
খাতার উপর আঁকিবুঁকি লেখার
নামে চিত্র হরেক ফালিফালি ।


কালিতে সুঁতো ডুবিয়ে পরে
খাতার উপর চেপে ধরে,
সুঁতোর খুঁটে হ্যাঁচকা টান
রেখা চিত্রে আসতো প্রাণ।


টুকরো টুকরো কালির দাগ
জামা প্যান্টে হাতে ও মুখে,
মা বলতো-
কি করেছিস মনের সুখে?
বকা ঝকা আদর শাসন
আর কান মোলার ঐ ডালি
লেখার নামে মেখেছিস শুধু
হাতে মুখে কালি ।
তবুও স্কুলে,ঘরে মজা
পেতাম ছড়িয়ে ছিটিয়ে কালি।


একটু একটু বড় হয়ে
বুঝলাম কালির কত দাম,
আদি অনাদি কাল ধরে
চলছে কালির নাম বদনাম।


আছে প্রভাব আছে বিস্তার
দিনেরাতে চুপিসারে অন্ত:সারে
কালির নাম কালির দাম
সবাই জানে ঘরে বাইরে।


অরূপ বাবুর দুটি সন্তান
একটি মেয়ে একটি ছেলে
দিব্যি ছিলেন বেজায় খুশি
কাটছিল দিন হেসে খেলে।


ছেলেটা শুধু নামেই অরুন
একটু চাপা নয়তো সে
চেহারা ভালো বেজায় কালো যে।


লক্ষ্মীর মতন মুখ যে মেয়ের
রূপ-যেন রংবেরঙের ডালি।
আদর করে নাম রেখেছে আম্রপালি।


অরুন-ম্যাট্রিকেতে গাড্ডু খেলো
পরীক্ষার খাতা ফেলে এলো খালি
ঘরে বাইরে চর্চা শুধু
দিলো বাপের মুখে কালি।


অরুন ভাবে গলদ কোথায়
কলমে কালি ছিলো ভরা
ফাঁকা খাতা ছেড়ে হয়েছে ভুল
কলমের কালির ধারায় ছিল খরা।


অরূপ বাবুর বছর হলো পার
আবার একটা ধাক্কা খেলো
পার পেলো না আর,
গঞ্জু বাবুর ছেলের সাথে
পালালো মেয়ে অমাবস্যার রাতে
শোরগোল,কানাঘুসো মোড়েমোড়ে প্রতিবেশি কি চুপ থাকে।


প্রতিবেশী ভীষণ খুশী, করে হাসাহাসি
মুখ দেখলে দেয় হাততালি
অরূপ বাবু শয্যাগত
বাড়ে হৃদ গতি
সুমতি মেয়ে আমার আম্রপালি
সঙ্গ দোষে দিয়ে গেল
বংশের মুখে চুনকালি আর
বাপের মুখে কালি।


রান্না ঘরে,হাঁড়ির তলে
কালি পড়ুক,চেষ্টা দিনে রাতে
কেউবা আবার একটু আগে
ঘষে মেজে করে চকচকে।
হাঁড়ির কালি কেউ ভাবে না
সে যে আছে বন্ধ ঘরে,
একই মানুষ ঘরে বাইরে
ভিন্ন রূপে কালির চর্চা করে।


যুগে যুগে ধর্মে বর্ণে মর্মেমর্মে
মনের ঘরে আছে ভরে কালি
বিদ্যা বুদ্ধি পাওয়ার আগে
মামলা মোকদ্দমা জিতার আগে পরে বলে জয় জয় কালী।


ছোট্ট ভুলে জীবন যখন
ভরে কালিময়
বিপদে আপদে চোখে
ভাসে কালী মা।


আষ্ঠেপিষ্ঠে পাপের ঘরে
অধর্ম যখন ঘিরে ধরে
কলির ঘরে ভরে কালি
বাঁচাও মোরে রক্ষাকালী।


উজান ভাটির জলের স্রোতে
কালী মা থাকিস সর্বভূতে
পার করেদে মা এবার
বলি মাথা ঠুকে নম:স্তুতে।


বংশ রক্ষার দে একটা ব্যাটা
রক্ষা করিস কূলের প্রদীপ
এবার পুজোয় দেব জোড়া পাঁঠা।


যুগে যুগে কালি কালী
সময় সময় সবাই ভোল
বদলের খেলা খেলি
বাঁচা মরায় শুধু কালি কালী ।