কে তুমি
//////////////
এই দুর্ভিক্ষের সংসারে
কে তুমি এলে মোর ঘরে ভিক্ষার পাত্র হাতে ধরে।
আসি নাই আমি তব দ্বারে
ভিক্ষার হেতু,
সাত দিন ধরে তোমারা অভুক্ত যেহেতু
অনিয়াছি কিছু অন্ন আমারএই পাত্র ভরি,
মুখ তুলি চাহিছেন প্রভু,এমন দয়ার সাগর আগে।
আসে নাই কেহ কভু।
আনন্দেতে কহিল ক্ষুধাতুর দম্পতি ।
কেবা তুমি সুধাময়,অগতির গতি
কেবা তুমি পয়গম্বর
কেবা তুমি অধিরাজ পতি।
কেমনে করিব তোমারি পূজা
কেমনে করিব শোধ তোমার এই করুণা।


নাহি চাহি আমি তোমার দান প্রতিদান,
শুনে রাখো নাহি আমি কোনো
পয়গম্বর নাহি কোনো অধিরাজ
গত দুইমাস ধরি তস্করি করেছি
এই গ্রামে আর তব ঘরে।


আজ আর যা আছে তব কাছে
সব নিয়ে যাবো সাথে করে।
ওই পাত্রের আহারে মেশানো ছিল
প্রাণনাশক উপকরণ
ক্ষুধার তাড়নায় করেছো গলধঃকরণ
ভবলীলা সাঙ্গ তব দুজনার,
আজি হতে তব সম্পদ হল সব আমার।