খুলে দাও  খিড়কি দুয়ার
///////////////////////////


দূর হতে কানে আসে শঙ্খধ্বনি গোধূলি বরণের ।
আগরবাতির গন্ধ নাকে জাগে ইন্দ্রিয় জাগরণের।
দমকা হওয়ায় নিবুনিবু প্রদীপ শিখা
কাহার লাগি দু নয়ন  তব হল অশ্রুমাখা।
কি হল সখি সায়হ্নে দাঁড়িয়ে,
কেন তুমি একা?


মধুময় সুধা ভরা জীবন
ফিকে লাগে এখন
প্রেম শূন্য বাসনার ভেলা ,
বেলা শেষে সাঙ্গ হলো তব খেলা?
আরাধনার পঞ্চ প্রদীপ হাতে
দ্বীপের রশ্মি বিলায়ে যায় জ্যোস্নার সাথে
তবু মন কেন খোঁজে নির্জন বিষণ্ন বেলা?


শীতল আবেগে স্নিগ্ধ বাতাসে
যে প্রেম সুধা ছিল পাত্রে ভরা
ত্বরায় করিল গমন সুধা,
লাগে গরল?
পাত্র এখন কাদায় ভরা?
সন্ধ্যা গাঢ় হলো মন্দিরের ঘন্টা ধ্বনি কানে এলো,
সাথে ধুনুচি নাচের ধুনোর গন্ধ।
সই কেন তুমি উদাস?
চেয়ে দেখা নীল আকাশ
শশধরা পৃথিবীর সব রাস্তা
হয়ে যায়নি বন্ধ।


খুলে দাও বন্ধ খিড়কি দুয়ার
খুলে দাও মনের দ্বার,
কে বা আপন কে বা পর ।
ভুলে যাও শঙ্কা ভুলে যাও সংস্কারের সংসার,
চেয়ে দেখ আকাশ বাতাস জল
রং বে রঙের পৃথিবী রকমারি,
মনের হওয়ায় পাল তুলে দাও জীবন খেয়ার তরী।