কিছুটা লাল কিছুটা ঘোলা
/////////////////////////////
নুনের বাটি টা হাঁ করে পড়ে রয়েছে
যেন চোখ পাকিয়ে তাকিয়ে আছে।
নুনের স্বপ্নটা অধরা রয়ে গেল
তার আর ভাতের সাথে মিশে যাওয়া হলোনা।
থালা থেকে কয়েক গজ দূরে ছড়িয়ে রয়েছে সারা নুন।


পান্তা ভাতের থালা টা উপুড় হয়ে
ছড়িয়ে গেছে সব ভাত
ভাত গুলোও নরেনের পেটে গেল না।
ভাত আর নরেন দুজনেরই আশা অপূর্ণ রইলো
মিশে যাওয়া হলোনা একে অপরের সাথে।


পাড়ার দাদারা এসেছিলো
রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।
দাদারা ফিরে গেল বজ্র হুংকার দিয়ে।
মুখ থুবড়ে পড়ে আছে নরেন
সে খবর কেউ রাখেনা।
আর বাকি টা...
পান্তার জল আর নরেনের রক্ত মিশে গেল এক স্রোতে,
এক ধারা হয়ে
কিছুটা লাল কিছুটা ঘোলা ।