কণী
///////
জ্বলছে আগুন!
ধরিয়েছে আগুন না লেগেছে আগুন বোঝা বড় দায়,
আগুন জ্বলছে দাউ দাউ করে
সবাই করছে হায় হায়।
কি যে হলো,কেমন করে হলো,কখন হলো প্রশ্ন হাজার
কেউ দিচ্ছে হাত বাড়িয়ে কেউ বা নিচ্ছে ফটো
কারো গেল সব কিছু করো জীবন হলো আঁধার।
কারো উজাড় হলো বাপ মা বোন
কারো উজাড় হলো বর
কারো উজাড় হলো শেষ সম্বল কারো উজাড় হলো ঘর।


"কণী"তাদের দলে নিঃস্ব দুনিয়ার মালিক
অঘ্রানের তিনে নতুন করে ঘর বাঁধার ছিল পাকা তারিখ।
নিঃস্ব জীবন,নিঃস্ব ভুবন নিঃস্ব ঘর-দুয়ার,
আকাশ,বাতাস,মন জুড়ে শুধু হাহাকার।


দেখল সবাই আগুনের আদিমরূপ,
তাহার মাঝে খবর এলো
কনীর দেহ পুড়ে গেছে জ্বলে গেছে রূপ।
সেদিন থেকে পোড়ামুখী
কি যে খুঁজে মরে?
অবাক হয়ে তাকিয়ে থাকে ওই
পোঁড়া বস্তির ঘরে।


তোর জীবন পোড়া,দেহপোড়া মনপোড়া,
পোড়া যে তোর গুন।
কার কাছে জানতে চাইবি?
কার পাপে,কার শাপে,কিসের তরে,
জ্বলছে তোর অন্তর মহল,
অন্দর মহল আর
মুখমণ্ডলের রূপ?