লটি (একাদশ পর্ব)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।
সকালের মিষ্টি রোদে আরাম কেদারায়
বসে আছে বাগানে,
চোখ মুদে বিস্মৃতির পথে
বেদনা বিতুর দিনগুলো
ছেড়ে দিল প্রভাতের উজানে।


খুশিতে ডগমগ করেছে হৃদপিন্ডের
ডান বাম দুই অলিন্দ,
শুকনো হিয়ায় পাষান পারণে এলো
খুশির ভুবন ছন্দ।
অযাচিত বাঁশুরীর সুরের মূর্ছনা
কানে আসে অবিরত,
পঁয়ষট্টি বছরের জমানো ব্যথা ধুয়ে গেল ,
ঘুনধারা বক্ষ পিঞ্জরে জমা ছিলো যত।


উঠোনের কোণে শিউলি গাছটা
আজ সেজেছে নতুন আঙ্গিকে,
শরীর ভরে গেছে শুভ্র ফুলে
ঝকঝকে সবুজ পাতা ,
ঢেকে রেখেছে শুকনো কাষ্ঠগুলিকে।


জীবন খাতার পাতায় পাতায় জমে থাকা,
আঁকাবাঁকা জ্যামিতির লম্ব উলম্ব সমস্যা,
এক লহমায় মুছে গেল যা ছিলো  কন্টকশয্যা।


মনে মনে ভাবছে প্রভাস,
সমস্ত আকাশ আমার,
সমস্ত পৃথিবী আমার
সব খুশির অধিকারী আমি,
আমি রাজন এই আবাসভূমির।


এক ক্ষীণ স্বরে অকস্মাৎ
খুলিল যুগল নয়ন।
সম্মুখে দাঁড়িয়েএক রমনি বিমর্ষ মুখ,
আর্দ্র নয়ন।


ক্রমশ..........