মাটির গন্ধ নেই আজ
*******************
কি হল রাজন,
চুপ কেন?
কেন দাঁড়িয়ে রইলে।
এ ভূ-খন্ড তোমারই
তুমি কি বিস্মিত!তুমি মর্মাহত
অশোকের মত?


ভূমির রং বদলে গেছে
শুধু লাল আর লাল
দৃষ্টিগোচর হয় যতদূর।
নেই আজ সেই মাটির
সোঁদা গন্ধ।


রাজন তুমি কি শুনতে পাচ্ছো?
তলোয়ারের ওই  আওয়াজ?
তুই কি শুনতে পাচ্ছো?
পতি হারা ওই পতিব্রতার কান্না?
অস্তমিত সূর্যের আলোয় যে কর্ণ প্রাণ দিলো,
গোধূলিতে দাঁড়িয়ে কাঁদছে যে জননী এখনো।


রাজন ভূমি আরো আছে
রয়েছে হাজারো কর্ণ
সাম্রাজ্যের জাল যাবে বেড়ে
চাই শুধু তোমার নিস্তব্ধতা।
এবার ভূমির সাথে হবে লাল
"নদীর জলধারা"
জলের নেই কোন স্বাদ
ভুলে যাবে মাটির গন্ধ,


থাকবে-
বারুদের গন্ধ!
পচা লাশের গন্ধ!
চিল,শকুনের ডাক।
তলোয়ারের আওয়াজ,
পথভোলা সারমেয় হবে সমাহিত
প্রাগ-ঐতিহাসিক প্রত্ন-তাত্বিকের নিদর্শন হিসেবে।