যাযাবর
====
জন্ম ভূমির টানে নেইকো ফেরার সাধ।
জীবন থেকে হারিয়েছি অনেক কিছু
দিয়েছি অনেক কিছু বাদ ।।
আসবো আবার হয়তো আশি তে আসি।  
এখনও জীবন নিপাট ভবঘুরে প্রবাসী।।
আমি নয় নাবিক নয় ধীবর,
আমি একা ঘুরে বেড়াই ফেনা হীন সমুদ্রে ,
আমি এক যাযাবর।।  


আমি অর্বাচীন আমি প্রাচীন নয় আমি নবীন ,
আমি যাযাবর আমি মরীচিকা বেদ বেদুইন ।
খুঁজেছি ঘুরেছি ধূসর ক্ষয়িষ্ণু মালভূমি
বেলা,অবেলায়
সমুদ্র সৈকত নিসর্গ বেলাভূমি ।।      
আছো নয়নে আছো শয়নে,স্বপনে
প্রেরণা,অনুপ্রেরণা, অনু:রননে।
আছো দুর্গম গিরী, জঙ্গম মরু,সোপানে।।                        


আমি চিনি, রক্তিম মরুভূমি, আমি শুনি শুকনো পত্রের ধ্বনি মর্মর।
আমি হারিয়ে যাওয়া এক যাযাবর ।।
আমি দেখেছি যেথা গোধূলি,
দিগন্ত রেখা মিশে গেছে ,                        
বেনু  গোপালক,
নিত্য দিন গোপাল এর দলে মিশে থাকে।।
আজও আসে যায় স্মৃতির আঙিনায় ,গ্রামের চড়ুইভাতি।
বদলে গেছে, মংলা কাকীর,
নিকানো উঠোন,সাঁঝবাতি ।।  


আমি ঘুরেছি নগররে পথে ,
প্রান্তরে আরো দূরে পূর্ব, পূর্ব উত্তরে।
আমি দেখেছি অনেক সাগর সৈকত,
গিয়েছি অনেক গভীর আরো গভীর জলে, জঙ্গলে ।।
দেখেছি অকাল বোধন ,ঢেউ এর গর্জন,
আরব, বঙ্গ, ভূমধ্যসাগরে
আমি দেখেছি কত মাস্তুল তোলা জাহাজ
ডুবে গেছে অতল পাথারে।।


আমি আজও শুনি দিবা নিশি প্রলয় গর্জন গর গর।
অসহায় আমি নিঃস্ব একাকী এক যাযাবর ।।
আমি দেখেছি  প্রলয়,মহাপ্রলয়, সুনামী,
সমুদ্র তটের পরে,
দেখেছি কত স্বামী,সন্তান, হারা অহঃরহঃ
হাহাকার করে মরে।।
আমি দেখেছি অনেক গৃহহীন ,স্বদেশ,
বিদেশ বিদ্বেষে পারাপার করে।।


আমি দেখেছি মানব মিছিল ত্রান শিবিরে আছে।
কত নাম জানা,অজানা লাশ মিশে গেছে ঘাসে।।
আজ রাত কাটে দুঃস্বপ্নের সাথে,
মহা প্রলয়ঙ্কর।
সব কিছুর স্মৃতি বয়ে চলা,
আমি নিঃস্ব একাকি এক যাযাবর।।


আমি দেখেছি ধবল বলাকা পথ ভুলে
মিশে গেছে রামধনু রঙে,
শঙ্ক্ষচিলের ভিড়ে ।
তোমার তুলসী প্রদীপ ধুনো,
শঙ্খ এর আহ্বান গুঞ্জে ওঠে ,
গ্রামে ,প্রান্তরে ,প্রান্তিক নীড়ে।।


আমি দেখেছি নবীন শিশুর দল ,
সুর করে পড়ে নবীন কিশলয়,।
মংলা কাকীর রামায়ণ,
কালিবিলাস এর সুর আজও
কানে বসে রয় ।।
কালের টানে বদলে গেছে
কলের গান গ্রাম, শহর।
আমি অসহায় মানুষের ভিড়ে ,
একাকী এক যাযাবর ।।