মন ময়ূরী
////////////////
টুপটাপ বৃষ্টি ধারায়
বস্ত্র ভিজে,অঙ্গ ভিজে,দেহ ভিজে,
ভিজে আমার মন।
অঙ্গন ভরেছে জলের ধারায়
বুকের মাঝে ছালাত ছলাত
করছে ঝমঝম।


মনের মাঝে খুশির ছোঁয়া
মন ময়ূরী নাচে,
মনের মানুষ ভাসছে মনে
হৃদয় জুড়ে প্রিয় শুধু আছে।


আকাশ পানে মেঘ জমেছে
সাদা-কালো, ভেলা ভেসে বেড়ায়
দিগন্ত রেখায়।
দুষ্ট মেঘের আনাগনায় মুখ
ঢেকেছে শশীকলা,
রশ্মি জ্যোতি মিশে গেল
মাটির সাথে জলের খেলায়।


বারী ধারা ছুঁয়ে গেল মনের সাথে
চোখের দুটি পাতা
প্রথম দেখার কথা গুলো
আসছে ভেসে ধীরে ধীরে
মনের মনি কোঠায়।
ডগমগিয়ে দিচ্ছে দৌড় হৃদয়
বীণার খুশি,
প্রিয় আবার আসছে কাছে
পড়েছে ঝরে চন্দ্রকলার হাসি।


তারায় তারায় চোখের তারায়
যে কথা গেছে জুড়ে
পাতায় পাতায় ভাষায় ভাষায়
ভালোবাসা মনের খাতায় আছে পড়ে।
মনের খুশি বাঁধ ভেঙেছে
চাঁদের হাসির আলোয়
ঝরিঝিরি বারি ধারায়
লাগছে ভীষণ ভালো।


প্রিয়র বুকে মাথা দিয়ে
চোখে চোখ হাতে হাত রেখে
মিশে যাবো রক্ত শিরায়
মন ময়ূরী বেশে।
ওগো বাদল ঘন বারীধারা
যেও না তুমি ভেসে ভেসে
অন্য কোনো দেশে।