মর্গের গোলাপ
/////////////////


ঘেসাপেটা জীবনের মর্গ থেকে
কিছু গোলাপ এনেছি তুলে
খুশি ছড়িয়ে যায়
চোখে মুখে দুই গালে।
তবুও তাতে কি আর মনমতো সুগন্ধ মেলে?
কিছু স্ব ঘোষিত বিজয়ী বীর
উন্নত করে তুলে ধরে শির
খুঁজে গোলাপের গন্ধ বাতাসে
যদি না পায় চেটে চিবিয়ে যায়
গর্বের গুন ছাড়িয়ে দেয় অনায়াসে।


বাকি যত মর্গের গোলাপ
এদিক ওদিক দেখে মুখটিপে হাসে
চিবুকে ও বুকে কিছু পাঁপড়ি পড়েছে খসে
তারই মায়ায় কাঁদে কিছু গোলাপ মর্গে বসে।
বিষধারীর যে বিষ মিশেছে দাঁতে ও ঠোঁটে
কিছু গুণীজন আর কিছু সেবক
তালা চাবি দিয়েছে মর্গের কপাটে।


দিন আসে দিন যায়
কিছু গোলাপ শুকিয়ে যায় বেঘরে
মর্গে আনাগোনা বাড়ে কিছু নতুন গোলাপের
পাঁপড়ি মেলে নতুন করে।


আলাপ প্রলাপ আর গোলাপের খেলা
যেনএক চলমান সিঁড়ি।
পক্ষাঘাতের ব্যাধি নিয়ে সবাই খুশি
মালি থেকে ফুল অপ্সরা অপ্সরী।
খুশিতে বোধহয় সবাই গায়
আহা মরিমরি আমরা আহামরি।