মরমিয়া
#################


মরমিয়া কেঁদেছে
মনের জানালা কোনোদিনও কি খুলেছে
যদি জানতে কত শত পথ গেছে বেঁকে
অজানা পথের স্রোতে কেঁদে কেঁদে গেছে
আজও আসে প্রহরে প্রহরে কানে কানে !
যদি তুমি জানতে ,
সে যে আজও মরে
দিবানিশি তোমারই তরে অন্তরে অন্তরে
উল্লাসে বিলাসে আবেগে প্রলাপে
আজও যে কাঁদে অবুঝ মন ।
বুঝেও বোঝেনি
খরস্রোতা মন্দাকিনি
অপেক্ষায় নিরন্তন,
নয় অভিনয়
বেবাক নির্বাক শুধু অরণ্যেরোদন ।।


সে আর থাকে না আমার অপেক্ষায়
অন্য কারো তে মগ্ন
চোখে জল নিয়ে নয়
হাসি মুখে থাকি,
বাঁচতে হবে হোক না হৃদয় ভগ্ন।।
প্রেম চাওয়া পাওয়ার ভগ্নাংশের খেলায়
সে আজ নির্লজ্জ নগ্ন ,
বিশ্বাসে মেশানো বিষ
নিঃশ্বাসে প্রশ্বাসে বর্বরতার আবেশি শরীর ।।
সুখে নয় দুখেই সুখী,
সখি সুখী থেকো মরমী মন্দাকিনি,


গোধূলি সাঁঝবাতির মুখে
যখন তোমার নাম ধরে কেউ ডাকে
কাঁদো?
মুখ লুকিয়ে কারো বুকে
অনেক ভেবেছি ভুলে যাবো
ভাবনাটাই আসে বারেবারে ঘুরে ফিরে
এক বিন্দু শিশিরেও বন্যা বয়ে যায়
যে আকাশে তুমি তারা দেখো
নেপথ্যে মন তোমায় খুঁজে পায়


শহর সেজেছে রঙিন আলোয়,
মন গুমরে মরে স্মৃতির আঙিনায়
পরিচিতি মানুষ গুলো বড়ই অপরিচিত
সময় থেমে যায়নি শুধু বেড়েছে বেলা
হয়েছে সকাল থেকে রাত
ভালোবাসায় বিশ্বাস আদৌ ছিল না তার
ধরে ছিলে হাত,স্পর্শ করেছিল হৃদয়,
অগোছালো জীবনটায় এসেছিল  বদল
ঘুম আসেনা,বর্ষা নামে চোখে,
ভুলে যাওয়া টা করতে পারিনি অভ্যাস
ভালোবেসে  মরে মরে
চলছে কোনোভাবে শ্বাস: প্রশ্বাস: ।।