মুক্তির স্রোতে
#########


কনকনে শীতে পৌষ শেষ ,
সাগর স্নানের আয়োজন।
সবাইকে হতে হবে পাপ মুক্ত,
বংশ গোত্র কে দিতে শাপ মুক্তি।


দলেদলে দাবানলের মত জড়ো,
পরপারের পারাপারের সাগর সৈকত।
তুমিও তাদের দলের শরীক,
শরীরের পঞ্চনাড়ী শুদ্ধি করনে।
কমন্ডুলের জল করজোড়ে ইষ্ট
দেব-দেবী কে করলে সমর্পন।


বালু সৈকতে, তৃপ্তিতে তর্পণ,
সমাপন শেষে,নির্বিশেষে মিশে
পাপের জনভূমি।
গোত্রে গোত্রে আজ পাপ ধুয়ে
যাক হোক যত মারামারি ।
তনুদেহে মোর ষড়রিপু থাক
পাপের ভেলায়,
ভাসুক শাপ হীন কূল তরী।


লোভে লোভে ঠাসা অন্তরের বাসা,
বছর বছর ধরে গঙ্গা স্নান সেরে।
সাড়ম্বরে পুর্ণ করবো পূর্ব
পুরুষের আশা।