নাম তার পার্থীতা (প্রথম পর্ব)
////////////////////////////////////


দাউ দাউ করে জ্বলছে চিতা
আগুনেও নেই সেই তেজ ও শিখা
বোধহয় লজ্জায় বিমর্ষ ম্রিয়মান
মানুষও এতো নির্লজ্জ হতে পারে
এই ভেবে শিখাও হয়েছে মুহ্যমান!!
খুলে বলি কাব্যের রসদ রাগ-অপমান।


দিনু কাকার একটি মেয়ে ভীষণ আদরের,
মাঘের শীতে একুশ বছর পার করলো এই বছরে।
মেয়ে মোদের ভীষণ জ্ঞানী,
উচ্চ শিক্ষিত খুবই পরিচিত নাম
পাঁচ গাঁয়ের মানুষ ডেকে কয় দিনু,
মেয়ের নামে সবাই তোকে ভীষণ করে সম্মান।
সবাই বলে তোর মেয়ের মতো মেয়ে
যেন আসে সবার ঘরে ঘরে
ছেলের সাথে কোনো ফারাক নেই
পাল্লা দেয় সকল কাজে ঘরে বাইরে সর্বস্তরে।


সেই মেয়েরই বিয়ের কথা পাকাপাকি হলো,
বিলেত ফেরত ছেলে যে গাঁয়ে ফিরে এলো।
বাপ ঠাকুরদার জমিদারি ,ব্যবসা,
আছে আরো অনেক সম্পত্তি,
মেয়ের সাথে বিয়ে হবে শুনে সবাই  ভীষণ খুশী।
ছেলের বাবা বড় নেতা ভীষণ নাম ডাক,
দশ গাঁয়ের মানুষ ভয়ে কাঁপে শুনলে তার নাম।
বাঘে গরুতে একসাথে একই ঘাটে জল খায়,
অন্যায়ের তিনি করেন বিচার
নিস্তার কেউ না পায়।
সেই ঘরেতে মেয়ে মোদের যাবে নব বধূ হয়ে।
কাকা আমার বেজায় খুশি মেয়ের সুখী ভবিষ্যৎ ভেবে।


ক্রমশ........