নীলহংস
////////////


দিনে দিনে ঐরাবতের বাড়ছে শুঁড়,
ধরাধামে ফেলছে শ্বাস,
দীর্ঘ শ্বাসে ভরছে নর-নারীর আদিবাস।
শুঁড়ের ঠেলায় বাঁচা বড় দূর্দায়
উঠছে সবার নাভিশ্বাস।
চক্ষে সবার সর্ষে ফুল
এখনো অন্ধ দ্বিপদ কুল।


কুজ্ঝটিকা মনের মাঝে
কিছু তারা জ্বলে উঠছে ক্ষনেক্ষনে।
নিঃস্পন্দ স্নায়ু যুদ্ধে ওরা কি করে?
অক্ষ চ্যুত ,দ্রাঘিমা চুত্য ,চুত্য ছায়াপথ।
একাকিত্বে চেয়ে থাকে শূন্য বাঁকা পথ।
বোধহয় আজও  বেঁচে আছে?
আবেগ দোলায় নড়ে চড়ে  হাসে।


নীল হংস উড়ে যায় গলা উঁচু করে।
ডুব দিয়ে পানকৌউড়ি কি যে খুঁজে মরে?
মিছেই খোঁজা হলো তার,
পেল না সে আহার
ঘোলা জলে ডানা হলো ভারী।
উড়ে যেতে যেতে পড়ল পাঁকে
প্রাণ বায়ু গেল তাকে অবজ্ঞাকরী
রহিল  সে অনাহারী।