নিমগাছ
"""""""'''''''''''''''
ঝড়ের হওয়ায় শুকনো পাতা
কোথা হতে কোথা উড়ে যায়
নেই কোনো নাম ।
বট অশ্বত্থ শাল সেগুন
মহীরুহের নেই কোনো দাম।


অন্ধ অহংকারে
অংশ বংশ বিন্যস্ত সঙ সংসারে
মরিচিকায় ডুব দিয়ে ঘুরে মরিস অন্ধকারে
যে মহীরুহ প্রথিত করেছে প্রত্যাশার মূল
গভীর আরো গভীরে
প্রত্যক্ষ প্রত্যাখান
পরোক্ষ্ প্রত্যাহারের চলাচল জাল বুনছে অগোচরে


নুড়ি বালু পাথরের সিঞ্চনে
সিক্ত করেছো যে ভুমি
অব্যক্ত অসহ্য আত্মশ্লাঘার
মর্মর যন্ত্রনায় অভিষিক্ত তুমি
নির্বিকার বিবেকের যদি হও নির্বিশেষে দাস
মিলবে আর মিলাবে নির্বিঘ্ননে
চাপা বেদনার পরিহাস


সময়ের স্রোতে প্রহরে প্রহরে
মূল্যহীন মূল্যায়নের গণনা
মূল্যবোধের মূল্য ফেলে গিয়েছো
কেন মানোনা
আজ তুমি নাম যশে যস্বশি
আভরনের টগবগে ঘোড়া
জীবন নদীর তরী
সাবেকি শাসনের নিরাভরনে মোড়া
কামিনিকাঞ্চন উর্বশী উদীচী
যা তোমার সাথে ও হাতে
অন্ত:সলীলা ফলগু স্রোতের ধারায় যাবে ছেড়ে
সকলে সকালে বিকেলে
দিনে ভোরে কিংবা রাতে


যে নিমগাছ প্রথিত করেছে
তার প্রথতিযসা মূল
গভীরে সুদূরে আরো গভীরে
সমুজ্জ্বল অহংকারে
প্রকাশিত তার গুন
কালের সীমানা পেরিয়ে পত্রে পত্রে গভীর মূলাগ্রে
আমার আমি মূল্যহীন
বিলীন হবে নীলিমায় নীল
পাবেনা !পাবেনা!
ধরার ধরাশায়ীর পাওনা দেনার
বিনিসুতোর কোনো মিল ।।


অন্তরে অন্তরে অন্তঃসারহীন
খোলনলচে লভ্যাংশ রাশিরাশি,
মগজে বিবেকে ঘুণধরা কায়াকল্পনায়
পিতাভ পিঠাপিঠি হাসি
তনুবর সোমা
কাদা জলে ভরা লহরে উঠি লহরী
খোলো কপাট
জ্বালো বিবেকদ্বীপ ভাসিয়ে দে প্রেমের তরী


---
সোমা-দেহ