ওরা
।।।।।।।।।।।।।।।।।।।
ওরা চলে উষা প্রভাতে,
ওরা চলে প্রাতে, গোধূলি,,সূর্যাস্তে।।
ওরা চলে দিন,দিনান্তে,শূন্য, রিক্ত হস্তে,
ওরা চলে হাড় ঝির ঝিরে অস্থি চর্ম সারে,
ওরা চলে হীনবলে,কলে,
কলে বরে ।।
ওরা চলে শুন্যে বজ্র মুষ্টি ছুঁড়ে,
ওরা হলো ভবঘুরে,ঘুরে ফিরে আস্তা কুঁড়ে।।
ওরা চলে দিবাহীন,দিশাহীন, আবেগে। ।
ওরা বয়ে চলে নিদারুন,অন্ধাকার, শলতেহীন প্রদীপ,
ওরা হলো সময়ের ক্রীতদাস, মূল্যহীন শ্রমিক ।।


ওরা শুনে যুগে যুগে শ্রুতি ,প্রতিশ্রুতি।
ওরা সয়ে চলে, আস্ফালন স্তুতি।।
ওরা শুনে চলে নেতার গাল ভরা বাণী,
ওরা বাঁচে মরে, বয়ে, বয়ে,গ্লানী ।।
ওরা বাঁচে ,বেঁচে থাকে বিষাক্ত বাতাসে,
ওরা স্বপ্ন দেখে কাঁচহীন আতস কাঁচে ।
ওরা ধেয়ে চলে, পওনা দেনা ধ্বজায়,
ওরা বেঁচে থাকে ভীষ্ম-র শরসজ্জ্যায় ।।
সমাজধারীরা, ওদের স্বপ্ন দেখাযায় অলীক,
ওরা হলো যুগে যুগে বঞ্চিত অস্থি চর্ম সার শ্রমিক ।।


ওরা বাঁচে মধ্য বিত্ত, নেই বিত্তের চক্করে ,
ওরা বাঁচে মরে প্রতিশ্রুতি, ভোটব্যাংক এর গহ্বরে ।।
ওরা হলো নেতাদের শিক কাবাব,
ভোট ব্যাংকের গিনিপিক।
ওরা হলো কালের ,কলের, দিশেহারা শ্রমিক ।।।
ওরা চলে ত্রস্তা ,সমাজের মুক হীন, মুকাভিনয়ে ।
ওরা সয়ে চলে ঘামঝরা ক্লান্তি সকালে, বিকেলে ।।
ওরা হলো ভাঙা গড়ার কারিগর,
ওরা ভোরে চলে উন্মত্ত কারাগার।
ওদের জীবন মূল্যহীন ,শুধু হাহাকার, হাহাকার ।।
ওরা হলো নেতার আবেগের তারা ঝিকমিক ,
ওরা হলো ক্ষুধার্ত ,বে রোজগার শ্রমিক ।।


নেতারা শোনায় বুকভরা,বাণী বুলী,
ওরা বুক পেতে মেনে নেয় গ্লানি, আর গুলি।
ওরা চলে দলে দলে ,ঘুনধরা সমাজে,
ওরা চলে দলে দলে লাঙ্গল জোয়ালে। ।।
ওরা ঊর্ধ্ব গগনে হাত তুলে বলে ,মেঘ দে ,বারি দে ।
ওদের প্রজন্ম মিশে যায় কামার,কুমরে ।।
ওরা ফসলের ফরমান,
ওরা আনে নবান্ন, আঘ্রানের গান।।
ওরা চলে দলে দলে ভেদাভেদ অন্তে ,ওরা চলে দলে দলে কুঠার ও কাস্তে ।।
ওরা আজও এগিয়ে যায় লাঙ্গল জোয়ালে,
ওরা গ্রীষ্ম, বর্ষায়, মাঘে ,ফাগুনে নির্ভীক ।
ওরা চাওয়া পাওয়ার  দলদলে ,
মাথা তুলে বেঁচে যাওয়া হাড় ঝির ঝিরে শ্রমিক ।।