পাতাল ঘর
////////////////


কর্মে কর্মে গলদ ঘর্মে
ওষ্ঠাগত প্রাণ।
নিত্য দিনের কাজের চাপে
নিকড়ে নিচ্ছে জান।
কলের চাকার ঘরর ঘরর
জীবন কলুর বলদ,
ঘুরে ফিরে যাচ্ছে বয়ে
ঘূর্ণাবর্তের বলয়।


বিনিদ্র রজনী জেগে
প্রিয়া মোর আছে পথ চেয়ে।
নিশুতি রাত কেটে গেল
জোনাকির সাথে ঝিঁঝিঁ পোকা
সাথ দিল গান গেয়ে গেয়ে।
বিজলির ঝলকানি বজ্রের
শাসানি উপেক্ষা করে সারারাত।
নিদ্রাহীন দুটি আঁখি পাত।


ভোরাই সুরে হলো ভোর
কাক ফিঙের শুরু হলো কলরব।
শালিক চড়ুই করে কিচিমিচি,
চমকে উঠিল পদধ্বনী শুনি,
ভাবিল প্রিয় মোর
এলো কাছাকাছি।


সকাল হল লাল উষা সনে,
মনের ব্যাকুলতা বাড়ছে
ক্ষণে ক্ষণে।
প্রিয় মোর ফিরবে কখন?
ধৈয্যের বাঁধে ধরছে ভাঙ্গন।
বেলা হলো সময় গেল
বিকেল থেকে সাঁঝ হলো,
প্রিয়র কি কিছু হলো?
ফিরবে না আর ঘরে ?
মানের মাঝে দুঃশ্চিন্তা
পাকিয়ে পাকিয়ে ঘুরে মরে।


গতকালের বাদল রাতে
বজ্রাঘাতে আরো দুজন
গেছে সাথে।
সবাই এখন পাতাল ঘরে
পড়ে আছে পরিজনের তরে।
থানা থেকে খবর এলো
দেহ কার দেখবে চলো।