পোকা
///////////
গরুর গাড়িটা খচখচ করে উঠনে দাঁড়াল,
চাকা দুটো জরাজীর্ণ,কয়েকটা জায়গায় জোড়া লাগানো।
হাত পা শরীর, রক্ত জমাট ঠান্ডা-
"থ" যুযুথুবু জীবন।
অস্তিত্বের লড়াইয়ে ব্রহ্মলোকে ?
ভাবনা গুলো মগজ হীন,
ভাঙতে ভাঙতে নিষ্প্রভ তারায় লীন।
শতাব্দীর প্রাচীন পাণ্ডুলিপি
অক্ষিতারায় জমে উপত্যকা
মগজটাকে দিনেরাতে চিবিয়ে খাচ্ছে কিছু পোকা।


দলে দলে বাড়ছে হাজারো
জানা অজানা পোকার বাহার।
সদর্পে ঘোষণা তুমি আজ আমার আহার।
শরীরটা,শেষ বারের মতো নড়ে চড়ে বসল
উৎফুল্লে নীলকন্ঠ মগজটা নেচে  উঠলো।


শরীরের সমস্ত পঞ্জিভূত শক্তি নিঃশেষ,
উদ্দাম লীলায় পোকা গুলো ভরে যাচ্ছে  ক্ষতস্থানে।
উপত্যকায় জায়গা নেই
এবার অন্য উপত্যকার সন্ধানে?
চাকার তলে পোকা গুলো পিষে
খচখচ করে এগিয়ে যাচ্ছে গাড়ি
অন্যস্থানে!!