পথ ভোলা
********
সাগর সৈকতে ঢেউ এসে
বারে বারে ফিরে যায়।
সেকি বোঝে ভাঙাগড়া
খেলার অন্তরের অনুতাপ।
প্রলয় ঢেউয়ে ধুয়ে যায় বালুতট
আবর্জনা ফিরে আসে বারে বার।
তাতে সাগরের কিবা আসে যায়


মরুভূমির তপ্তবালু রাশির
উপর সহজে কি হাঁটা যায়?
তৃষ্ণানার্ত মুখে মারুভূমি বুকে
জলের কি দেখা পাওয়া যায়?
চাতক চোখে পিপাসা বুকে
অপেক্ষায় দিন কাটে।
সেকি বোঝে কেমনে দিনযায়।


মরুঝড়ে উড়ে গেল অজস্র বালুরাশি
তবুও কিছু রয়ে যায়।
ভারী বরসনে কাদা মাটি ধুয়ে গেল,
পড়ে রইলো কাঁকর বালি।
জল স্রোতের কি আসে যায়!
অন্তরে চাতকের
প্রতীক্ষা তবু রয়ে যায়।


ঝড় থেমে যাবে,বৃষ্টি থেমে যাবে।
হয়তো একদিন থেমে যাবে
শরীরে শ্বাস বায়ুর আদান প্রদান।
বিলীন হওয়ার আগেও
চাতক চোখে থাকবে প্রতীক্ষা।