পুরনো অপু,পর্ব-৬
////////////////////////
সকালের খবরের কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন,
খবরটা দেখে ভীষণ বিচলিত হয়েছিল আমার মন।
একজন বড় ব্যবসায়ীর হার্ট হয়েছে অকেজো
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
একটা হার্ট ডোনার চাই
মনমতো হার্ট পায়নি আজও।
খুঁজে খুঁজে গেলাম শহরের নামি হাসপাতালে ,
গিয়ে দেখি এক পরিচিত মুখ
শরীরে নাকে মুখে নল দেওয়া
দেখে আমার চোখ উঠলো  কপালে।
ছাব্বিশ বছর আগের পরিচিত মুখ-
তাদের এক জন-
যারা শেষ করেছিল আমার কৈশোর যৌবনের সুখ।
প্রভাবশালী,প্রবল প্রতাপী মানুষ
যার আজ নেই কোনো হুঁশ।
বিধির কালে আজ পানী নেই হালে,
আহামরী সোনার তরী
শুকনো বালু চরে ডুবে যাবে অকালে।


বংশ মার্য্যাদা ,প্রভাব প্রতিপত্তি
জীবনের আরো কত লেনদেনের
হিসেব নিকেষ
অকালেই সব কিছু মাটিতে মিশে যাবে
সব কিছু হয়ে যাবে শেষ!
আরো কত কিছু রয়েছে অধরা
এই রঙ্গমঞ্চ, শূন্য রয়ে যাবে এই ধরা।
তাকিয়ে ভাবছি কোথায় আজ প্রানের লোকজন
তারা কি সব দূরে দূরে
সবাই কি আজ অসহায়
কোথায় তারা এই সাধের সংসারে।


ক্রমশ...