রাত জাগা তারা
============


অবসরে অগোচরে যে মুখশ্রী
আসে ঘুরে ফিরে অবচেতন মনে,
ডুব দিয়েছি গহীন আঁধারে
বাসা বেঁধেছে বুকে ও চিন্তনে।
নয়ন তারার জ্যোতির চ্ছটায়
যে মায়াজাল বুনেছো তুমি,
বদ্ধ আমি নির্বাক আমি
সিক্ত মম অন্তর ভূমি।


আঁধারের আকাশে পরিযায়ী
কালো মেঘ বলে যায়
কত না বলা কথা।
নির্বাক,তাই অস্ফুট ওষ্ঠ দ্বয় হতে
ঝরে পড়ে চাপা যত ব্যাথ্যা।


ব্যাথার ব্যাথায় জলে ভরে আঁখি,
তারায় তারায় খুঁজি তাঁকে
অজানা স্রোতে আবেগে ভেসে
অন্ধকারে মন কত ছবি আঁকে।
গহীন রাতে শব্দ কানে আসে
পাতা খসে পড়ার,
ঝিঁঝিঁ পোকার শব্দ আজ লাগছে
বেশ বে-সুরো আওয়াজ।


কদম ফুলের পাপড়ি যেন
কাঁটার খোঁচা লাগে,
পাগল করা কথা গুলো ব্যাথার ভাষায় জাগে।
এলকেশী চুলের রাশির স্পর্শ
জাগে ঘাড়ে গলায় শ্বাসে।
নিঃশব্দে মর্মে মর্মে উপস্থিতি
ঘুরে ফিরে চারিপাশে।


কাজল কালো চোখের মায়া
লাল টিপ কপালে,
কত কথা বলে যেতে কাজল কাজল মায়াচ্ছলে।


অবুঝ মন,মন্ডলে মণ্ডলে খুঁজি ফিরি ভু-মণ্ডলে,
পলকে নেত্র মোর পুলকিত ওঠে
আছো ধরার বুকে ?
সপ্তর্ষি মন্ডলের আটটি তারা
দেখে দেখে রাত্রি যায় কেটে।