শূন্যতা
///////////
নিষ্পলক নয়নে তাকিয়ে আছি,সুদূরের পানে,
শত স্বপ্নের বোনা জাল অদৃশ্য দু নয়নে,
জীবন স্তব্ধ হয়ে গেছে সোজা-সরল রাস্তায় এসে।
আঁকা-বাঁকা পথে তাও একটু গতি ছিলো,
আজ একদম অন্য রকম,
মোহনায় মিশে গেলো।


কল্পনা আর পরিকল্পনার মাঝে বিস্তর শূন্যতা,
সায়াহ্নে এসে বুঝলাম-
সাথে তোমার শূন্যতা।
আলো আসবে,জ্যোস্না ফুটবে
অন্ধকার কেটে যাবে
উল্কা পতনের গহ্বর রয়ে যাবে।