শুরু হোক অকাল বোধন
//////////////////////////


দিন বদলের পালা শুরু
রক্ত ঝরা চামড়ায়
যারা আছে যারা গেছে সবার
রক্ত ঋণের বোঝা যে মাথায়।
কুহুকের সুরে আর নয় ভোরাইয়ের  তান
এবার কাকভোরে শুরু হোক দিন বদলের গান।
মুমূর্ষু মানুষের লড়াইয়ের মাঝে আমি একজন
চোখের সামনে কাতরাতে কাতরাতে
চলে গেল কিছু প্রিয়জন।
যারা ছিল এই লড়াইয়ে পথে
অতি আপনজন।


এখনো লাইনে দাঁড়িয়ে আমি,
বুকফাটা কান্না আর হাহাকার শুনি।
শ্মশানে জায়গা নেই
চিতার কাঠও নেই।
কবরেও মাটি নেই,মাটি রক্তে ধুয়ে গেছে।
আর
যে মাটি পড়ে আছে
তাজা রক্তের দাগ সমুখে।


হাহাকারের লাইনে দাঁড়িয়ে আমি,
হাজারো প্রশ্নবাণে বিদ্ধ মনভূমি,
থামবো কোথায়!কোথায় থামি!
দুচক্ষু কচলাতে কচলাতে অশ্রু গেছে শুকে।
প্রতিজ্ঞা মম আজ -
হিসাব চুকাবো এবার
এই পচা গলিত শবদেহের বুকে।


হারিয়েছি সব
হারিয়েছি আপন জন
দু-চোখে অশ্রু আর নয় বিসর্জন।
খঞ্জরের আঘাতে যে রক্ত যাচ্ছে ঝরে-
তার বিন্দুতে বিন্দুতে লেখা
করতে হবে এবার অধিকার অর্জন।


যারা দূরে অদূরে দাঁড়িয়ে
এসো মোর সাথে,
শক্ত করে ধরো হাত
রক্ত চক্ষুতে তাকাও ওই
অত্যাচারী ব্যভিচারী পাপাত্মাদের  দিকে।


একই পংক্তিতে দাঁড়াবো মোরা
তোদের সাথে-
চোখে চোখ রেখে
শোন রে নেতা শোন রে মন্ত্রী
হিসেব হবে এবার দাঁড়িপাল্লায়
আপামর জনতার সবার সন্মুখে।