স্মৃতিকণা-কতগুলো অপ্রকাশিত লাইন
###################
আমি মর্মে মর্মে মরিয়া গেলাম,
কোনোদিনও তাহাকে কহিতে পারিলাম না,
আমি তোমাকে ভালোবাসি ।।
কতদিন এই দুর্বল বুকে,
আর দুইশত ছয় খানা হাড়ে সাহস সঞ্চয় করিয়া,
তাহার সম্মুখে আসিয়া মনস্থির করিয়াছি,
আজই কহিয়া ফেলিব।
হায় পোড়াকপাল,তাহার সম্মুখে আসিয়া-
আমি কলাপাতায় ন্যায় থর থর করিয়া ,
কাঁপিয়া পড়িলাম।
তাহাকে কহিতে পরিলাম না
আমি তোমাকে ভালোবাসি।।


শুধু এই অস্থি পিঞ্জরের মধ্য দিয়া ,
একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া-
আমার দৃষ্টিপথ ঢাকিয়া ফেলে ।।
তার অমলিন মুখশ্রী অদৃশ্য করিয়া দেয় ।।
আমার কৈশোর গিয়াছে,যৌবন গিয়াছে,
আজ আমি বার্ধক্যে উপনীত,
আমার সঙ্গী এই লাঠি ।।
আজ এই বার্ধ্যেকের -
অস্তমিত সূর্যের গোধূলি বেলায়,
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত তুলে,
চিৎকার করে গলা খুলে আজও বলি,
স্মৃতিকনা আজও আমি তোমায় ভালোবাসি।।


সেই হাড় ভাঙা কুণ্ডলীকৃত,
গভীর,দীর্ঘশ্বাস এর মধ্যে -
স্মৃতিকনা কোথায় যে হারিয়ে গেল,
এই আশিতেও আমি খুঁজিয়া পাইলাম না।।