আজ তবুও তোমারে আমার চাই বারংবার
মৃত জীবিতের লোকালয়ে জীবনের স্বাদ‚
এইখানে ঝরিতেছে অগাধ ব্যথা এক আত্মার
শীর্ণকায় দেয়ালের আড়ালে কে হায় কাঁদে!
হে আমার মন— ভুলে গেছে সেই নিশীথিনী
আজিও স্বপ্ন কেবলই আবেশের চুমু খায়‚
যদিও ব্যথা থেকে যাবে এক একটা মৃত্যুর মতো
যতোদিন রবো আমি এ পৃথিবীতে বেঁচে!
মনে হয় সেই মেঠোপথে তোমার আমার দেখা
না হওয়াই ঢের লক্ষ্যগুন ভালো ছিলো‚
জানি এই চোখে ভালোবাসি চিরকাল
রয়ে যাবে বিদিশার অন্ধকারে কেউ দেখিবে না!