তুমি আসিবে বলে হে প্রিয়তমা
গ্রীষ্মের পাখি গাহিয়াছে গান
মাধবীলতার বনে মধুচন্দ্রিমার।
তুমি আসিবে বলে হে প্রিয়তমা
কেশকন্যা নিয়ে এলো বৃষ্টির নূপুর
বর্ষার আগমনে থই থই রথ।
তুমি আসিবে বলে হে প্রিয়তমা
শরতের কাশফুল ফুটিয়াছে বনে বনে
তোমারে সাজাবে বলে তাই।
তুমি আসিবে বলে হে প্রিয়তমা
হেমন্ত আজ সজিনার আকাশে
সাজিয়েছে কার্তিকের মাস নক্ষত্র দিয়ে।
তুমি আসিবে বলে হে প্রিয়তমা
শীতের তীর্থযুগ শিশির ঘাসে নিঙড়াবে
আলতা ঘন-সিয়া মাখা পা।
তুমি আসিবে বলে হে প্রিয়তমা
বসন্তের কোকিল তার সুরে সুরে
জানিয়ে দিয়েছে তোমার আহ্বান বার্তা।