বাঁচিবে কতদিন,
          থাকিবে কত দিন।
জানে তা কে?
ভবে মোরা জীবন্ত ফুল নয়।
একদিন হতেই হবে,
জরা বকুল।


যে দিন ফুটন্ত ফুল হই মোরা,
সে দিন ছিল -
ছোট্ট অবুঝ শিশু।
আজ অন্য মনস্ক -
এক কিশোর।


প্রতিটি কাজে মনে হয়,
যাব বুঝি এখন চলে।
চলার ধারা -
চল চল।
আসার ধারা -
আস আস।
এ সবই ভবের নিয়ম।