হে আল্লাহ কবে হব,
আমি কীর্তিমান।
কবে হব,
আগুয়ান।
কত কাল আর হব?  পিছু,
কত কাল আগুয়ান।
বার বার করি চেষ্টা,
তবু দাও কেন?
এ মনে রোষ্ট।
তুমি না বলেছিলে,
হে মানব  , -
তোমরা আগুয়ান হও।
আমি আল্লাহ আছি।
আছি হে বান্দা,
তোমার শনে।


শুকনো পাতা ঝরে পড়ে,
শরৎ এর আবহাওয়াতে, -
এই বাংলায়।
তাহার পর লগ্ন,
তাহার পর পল্লব।
চারপাশ সবুজে সবুজ,
মনে হয়, -
ঘন কুয়াশায় চাদর।