বর্তমানের ছাত্র সমাজ,
                   নিকৃষ্ট সমাজ।  
ওদের জন্য নেই,
              কোনো প্রত্যাহার।
হাজার লোক যায় যেখানে,
       জ্ঞানের আহার সেখানে।  
তবু ওরা থাকে,
       এক নিকৃষ্ট সমাজ গড়ে।
পদবি মানে না গুরু জনকেও,
তৃরষ্কার হয়ে যাক,
            এমন ছাত্র সমাজ ।  


বর্তমানের গুরু সমাজ,
                   রঙিন প্রতাস।
করে না যারা জ্ঞানের আহার্য।
বন্ধ হয়ে যাক,
             এমন গুরু সমাজ।    
যেখানে আছে,
           উপদেশের পাহাড় ।
রবে যে -
         তারাই চিরকাল।


                     ( সমাপ্ত)