প্রেম কী? জান ভাই,
না জানিলে থাক নিরব।
আগুয়ান হওনা এ পথে,
এপথ তুমি চিননা।
রাখাল আর কৃষক থাক,
ধনি আর রাজা থাক।
তবু প্রেম কী?  জানিওনা।


একবার যদি জান,
জানিতে থাকিবে বারবার।
এমনি হবে তোমার লগ্ন,
এমনি  তোমার লোভ।
যাহা তোমাকে দেখাবে পল্লব,
তবু তুমি যদি থাক আগুয়ান,
বধু হবে তোমার পল্লব।


তখন তুমি বুঝিবে,
বুঝিবে পল্লব কী? তিক্ত।
তখন তুমি বুঝিবে,
তোমার স্বাধনা আজ রিক্ত।
তখন তুমি বুঝিবে,
যখন তুমি পৌঁছাবে ;
এই জীবন সংসারে।