এই সেই দিন,
            এই সেই ঋতু।
গ্রীষ্মের দুপুর,
              চৈত্রের পরপার।
রুক্ষ মন,রুক্ষ দেহ,
             সূক্ষ্ণ তার জীবন।
কৃষাণ লোকের মন্তব্য ;
      বহু কষ্ট, বহু অগ্নিকান্ড
এমনি হল -
      এখনকান যুবা -যুবতীর,
প্রেম তুল্য।
চলতি সনে,
        চলতি ঋতু।
চলতি বিশ্ব মানে।


শীতে তপ্ত কৃষাণ,
         শীতে বুনে ধান।
আগাচা মুক্ত প্রাণ,
          ফসলের এই মাঠ।
শীত ----গেল,
           গ্রীষ্ম ----এল।


পরপারের ন্যায়,
             ফসলে সোনালী রং হল।
কৃষকের বুক ভরা হাসি,
        মনগরা-
এই আমার খেত খানি।


কাটিব ধান,
        ভরিব গুলা।
ভবের করুন,
        আল্লাহর দান।


সূর্যের আলো,
        আগুনের গুলা।
বায়ু আসে,
         প্রাণ জুরায়।
কৃষক হাসে,
          মাঠ খেত ভালবেসে।