তুমি বঙ্গপিতা,
তুমি বঙ্গ সবুজ পাতা।
সবুজের বুকে,
তুমি রক্ত লাল।
তোমার ডাকে সাড়া মোড়া,
সারা বিকাল দাঁড়।
কখন ডাকিবে তুমি,
ভোরের কোকিল -
মিষ্টি সুরের গান।
তোমার গানে,
তোমার কবিতায় -
ব্যাকুল মোরা সব।


তোমায় দেখিব বলে,
মোরা সব-
ভোরের দোয়েল সাজ।
যতদিন থাকে,
স্বাধীন গান ।
ততদিন রবে,
মুজিব ডাক।

তুমি নেই,
আছে মাঠ ।
তুমি নেই,
আছে  ফসল।
তুমি নেই,
আছে তোমার ডাক।
সবুজের মাঝে তুমি,
যেথায় লাগিয়াছ -
রক্তের দাগ।
উঠবেনা সে দাগ,
ভুলিবে না সে ডাক,
তুমি  সে যে মুজিব।