সূক্ষ্ম নদী,
       সূক্ষ্ম জল।
একি মোর প্রার্থনা।
সূক্ষ্ম ঢেউে,
       সূক্ষ্ম জল।
রবে তবে কতক্ষণ।


আাষাঢ় গেল,
         শ্রাবণ এল।
নেই তো বর্ষার খেলা।
শ্রাবণ গেল,
ভাদ্রে কালো মেঘের ছায়া।


বৃষ্টি নেই,  
বাতাস নেই, -
নেই আলো।
তবু কেন?  
অন্ধকারের ছায়া।
আসমানে চাহিয়া দেখি,
একি ছিল মোর -
প্রার্থনা।