রাজার বাড়ি বিচার হয়বে,
   কাজী হয়বে -
         বিচারক।
প্রজা হয়বে,
       স্বাক্ষীদাতা।
পুত্র হয়বে,
      দিশারক।
সর্ব লোকে ভিড় জমাবে,
পান্চু লতার,
     বিয়ে হয়বে -
রনাঙ্গের মোরে।
আমন্ত্রণ জানাবে, -
   রাজার বাড়ি।
সৈনিকে সৈনিকে যুদ্ধ করবে,
অপরাধ হয়বে -
      পুত্রের।


রাজার পুত্র,  
   বর হয়বে,-
পাত্রী খুজতে হয়বে।
পাত্রী হয়বে,  
    রূপসী বাংলা।
সোনার মানুষ,
    পাইজে কই খুইজা।


এথা যাই,
  সেথা যাই।
সোনার মানুষ,
  পাইনা যে -
কোথাও খুইজা।