রৌদ্র -শুষ্ক এ জীবন,
       রৌদ্র -বালু তাপ।
আগুন জ্বলে,
         জ্বলে পুড়ে ছাই।
কি অন্যায়?
          কি তার পাপ?
শৈশবে চলিতাম,
           এই বালু চড়ে।
এই রৌদ্র বালু,
            এখন তাপ।


যখন জোয়ার আসে,
           তখন নৌকা চলে,
নদীর বাঁকে বাঁকে।
যখন জোয়ার  যায়,
            তখন নৌকা থাকে,
ভাঙ্গা পড়ে-
          নদীর তরে তরে।


যখন নব বর-বধু,
              তখন মধুর আভাস।
যখন মধু নেই,
              তখন মৌমাছি নেই।
তখন বালুর মত শুষ্ক।
এই কল্পনা -ছলনা নিয়ে,
মোদের এই সংসার।