জোসনা রাতে জোসনা উঠে,
পাতার ফাঁকে ছড়িয়ে পড়ে -
অন্ধকারের দিকে।
দিনের আলো ফুরিয়ে যাবে,
রাতের আলো ছড়িয়ে পড়ে।
মনে হয়,
রাত পোহাবে এখন।
জেগে উঠবে ছোট্ট শিশু,
মা বলবে রেগে।
কী হয়েছে তোর?
ঘুম নেই,
তোর দুটি নয়নে।


জোসনা রাতে পাতার ফাঁকে ফাঁকে,  
ঝি- ঝি পোকা -
ঝি - ঝি করে।
চাঁদের বুড়ী তাকিয়ে থাকে,
ছোট্ট শিশুর দিকে ।
এথা যাও,
সেথা যাও।      
রাতের বেলা জোসনার আলো পাবে।