বর্ণাঢ্য তুমি
রীতেশ কর্মকার


বিকেলের রোদ্দুর তার মেজাজ বদলেছে কোন এক নাম না জানা প্রতিবাদীর মত,
সাথে নিয়ে বিবর্ণ ঘাস আর রংচটা বাবলা গাছ।
বিষন্ন উৎকর্ষে হরেক রকম প্রজাপতির মিছিলে শ্লোগান দিচ্ছিল প্রকৃষ্ট হেয়ালি।
নতুন প্রজন্মের প্রত্যয়ে হেমন্তের নতুন দিগন্তে, একজোড়া বক বাসা বেধেছিল ইউকিলিপটাসের কার্বন ভাই অক্সাইডকে উপেক্ষা করে।
কচি ধানের গন্ধ মিশেছিল ধাবমান বাতাসের অগ্রভাগে, আসন্ন নতুনের মিলনমেলায়-এক আগমনী প্রজন্মের শোভাযাত্রায়।
ভোরের কুয়াশা আচ্ছন্ন করেছিল ভোরের অভিস্রবণকে।
কর্মব্যস্ত কৃষাণ-কৃষানীর মত কালান্তর ব্যস্ত শীতের মোকাবেলায়।
নতুর শিকারের খোঁজে জলঘোলা করছিল অতিথি পাখির দল।
অস্পষ্ট কুয়াশার সন্ধিক্ষণে হাজির, নগ্নপায়ে, কাদাজলে মাছ ধরতে শিকারি, মাছরাঙা।