বন্ধু আমার কেমন আছিস
রীতেশ কর্মকার


বন্ধু আমার কেমন আছিস, ভাল আছিস ভরদুপুরে,
বন্ধু আমার আকাশ ছোঁয়া একরাশ মেঘ সেই বিকেল।
কোথায় গেলে হিসেব মেলে ভালবাসার সাত সকালে
কৃষ্ণচূড়ার লালরংএতে ভাবনাগুলো ডানামেলে।
দুপুররোদের ইশারাতেই মনেরকোণে পত্র এল
আমরা দুজন ঈশানকোণে এলই ভারি বৃষ্টি এল।
লাটিম নাটাই সাথে নিয়ে ভোঁ দৌড়ে রংমহলে
বন্ধু আমার সেই সকালে খবর পেলাম ছোট্টকরে।
কাটাতারের বেড়া গলে বন্ধু গেলি স্বপ্নপুরে,
একটুও  কি ভাবলিনা তুই কেমন করে দিন ফুরবে?
বন্ধু আমার কেমন আছিস ভাল আছিস ভরদুপুরে।
কথা ছিল দুজন মিলে মাছ ধরব দীঘির জলে,
কিংবা দুজন স্বপ্নখাব মেঘের পাশে সন্দিপনে।
বন্ধু আমার কেমন আছিস ভাল আছিস স্বপ্নফুঁড়ে।
মনে কি তোর পরে আমায় ভালবাসার নীলখামেতে
ব্ন্ধু তোকে ভীষণ ভাবি অভিমানের দোরগোড়াতে।
বন্ধু আমার কেমন আছিস ভাল আছিস ভরদুপুরে,
আজও কি তুই আমার ভাবিস রংধনুর ঐ সাত রংএতে,
রকে বসে চায়ের কাপে সিগারেটের দু'টানেতে,
তোর সাথে মোর সন্ধি ছিল কাঁচা মাটির সে ঘরেতে।
দ্রাঘিমাংশের সেই রেখাতের বন্ধু আমার হারিয়ে গেল,
স্মৃতির ভারি বস্তাখানা আলতো করে ছুঁড়ে দিল।
বন্ধু আমার কেমন আছিস ভাল আছিস ভরদুপুরে।
বন্ধু আমার কেমন আছিস ভাল আছিস ভরদুপুরে।