সোনার গয়নায় যেমন মেশানো থাকে খাদ,
জীবনেও তেমনি ছড়িয়ে আছে অবসাদ।
পুকুরের জল যখন দূষিত হয়ে আসে,
সবুজ শ্যাওলা হয়ে তখন অবসাদ ভাসে।
একটা সময় যখন অসহ্য লাগে অবসর,
অবসাদের রঙ তখন হয়ে উঠে ধূসর।
সূর্য যখন কাটাতে পারেনা মেঘের বাধা,
অবসাদের রঙ তখন হয়ে উঠে সাদা।
প্রিয়তমা যখন হয় দু'চোখের আড়াল,
অবসাদের রঙ তখন হয়ে উঠে লাল।
নিঃস্তব্ধ দুপুরে যখন ডাকে গাঙচিল,
অবসাদের রঙ তখন হয়ে উঠে নীল।
গভীর রাতে যখন ঘড়ির আওয়াজ শুনি,
অবসাদের রঙ তখন হয়ে উঠে বেগুনি।
কান্নার মাঝেও যখন পায় হতাশার হাসি,
অবসাদের রঙ তখন হয়ে উঠে আকাশী।
অজানা আশংকায় যখন মন হয় উথলা,
অবসাদের রঙ তখন হয়ে উঠে কমলা।
আফিমের নেশায় যখন হই আমি বুঁদ,
অবসাদের রঙ তখন হয়ে উঠে হলুদ।