গোধূলির দিগন্তে ডুবে সূর্য যায় অস্তাচলে,
আমি পড়ে থাকি শুকনো ঝরাপাতার দলে।
নদীর ধারে নির্জন ঝাউবনের নিঃস্তব্ধতায়,
ওগো বনলতা সেন,বলোনা তুমি কোথায়?
সন্ধ্যার পর যখন রাতদুপুর হয়ে উঠে নিশুতি,
মায়াবী জোছনায় নিষিক্ত প্রকৃতি যেন প্রসূতি।
তারাদের ভিড়ে চোখ পড়ে এক ধ্রুবতারায়,
ওগো বনলতা সেন,বলোনা তুমি কোথায়?
অবশেষে যখন আসে বসন্তের মিলনের মাস,
আমি শুধু ছাড়ি একরাশ হতাশায় দীর্ঘশ্বাস।
আমার বিরহের কবিতার ডাইরির পাতায়,
ওগো বনলতা সেন,বলোনা তুমি কোথায়?
ভোরবেলায় ফুল কুড়াতে বকুল গাছতলায়,
ওগো বনলতা সেন,বলোনা তুমি কোথায়?
ওপার বাংলার নাটোর নিবাসী বনলতা সেন,
এপারে আমার আগরতলায় আসোনা ক্যান?