অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার হলো যে আজ অবসান,
বারিধারার অমৃতসুধায় সিক্ত প্রকৃতি করেছে স্নান।
এতদিন পর্যন্ত ধরে রেখে অবাধ্য মেঘেদের ভার,
আকাশ শেষমেশ নিজেকে করে দিয়েছে উজাড়।
জলের ঝাপটায় ভেঙে গেছে অনন্তশয্যা ফুলের ঘুম,
খালে বিলে শুরু হয়ে গেছে ব্যাঙেদের বিয়ের মরশুম।
বারান্দার ব্যালকনিতে ঝুলে পুলকিত মাধবীলতা,
বাতাসে মাথা নেড়ে যেন বলতে চাইছে কত কথা।
মিলনের বার্তা নিয়ে যখন ঘনিয়ে এসেছে সন্ধ্যা,
বাগানে সুবাস ছড়াচ্ছে হাসনাহেনা আর রজনীগন্ধা।
প্রেয়সীর প্রসন্ন বদনে ফুটে উঠেছে প্রশান্তির ছাপ,
অভিসারে যেতে বিলম্ব হলেও সব অপরাধ মাফ।
দুঃখের অশ্রুতে যদি ধুয়ে যায় তার চোখের অঞ্জন,
এক গোছা কাঠগোলাপ চুলে গুঁজে করবো মানভঞ্জন।