তব অপরূপ রূপের মায়াবী আভা,
যেন আগ্নেয়গিরির লেলিহান লাভা।
দেখিয়া তব বক্ষযুগলের ঐ শৈলসানু,
কামজ্বরাক্রান্ত হইয়া আমি নতজানু।
ওড়নায় যবে ঢাকো তব বিভাজিকা,
যেন নাটকে নামিয়া আসে যবনিকা।
তব উন্মত্ত যৌবনের ঢেউ বেলাগাম,
যাহা রুখিতে অন্তর্বাস করে সংগ্রাম।
তব মেদহীন উদরের নিম্নে যে খাদ,
সেথা আমার জন্য পাতিয়াছো ফাঁদ।
চতুর্দিকে বিরাজ করিতেছে মৌনতা,
তব দেহে ফুটিয়া উঠিয়াছে যৌনতা।
দাম্পত্যের ঘানি টানিয়া আমি ক্ষুব্ধ,
তোমায় হেরিয়া হইয়া যাই মন্ত্রমুগ্ধ।
কাহার পথ চাহিয়া তুমিও এত ব্যাকুল?
আবার কি ফুটিবে মোর বিবাহের ফুল?
মম জীবনে শুধু ভালোবাসার রিক্ততা,
তাই শুষিতে চাই তব ঠোঁটের সিক্ততা।
ঋতুচক্রে শীতের হইয়াছে অভিষেক,
তোমার আমার কেন হইবেনা নিষেক?
কুয়াশা আর রোদ্দুরের প্রকাশ্যে রমণ,
কিভাবে করি প্রেমের পিপাসা প্রশমন?
মস্তকের উর্ধ্বে মেঘমুক্ত সুনীল গগন,
ঘোষণা করিতেছে মিলনের মধুলগণ।
তব কোমল কুমারীচ্ছদ করিয়া ছেদন,
আমায় করিতে দাও সঙ্গমসুখ আস্বাদন।