শীতের জড়তা কাটাইয়া যৌবনের উচ্ছ্বাসে উত্তরণ,
ঋতুরাজের বার্তা বহিয়া চলিতেছে মাতাল সমীরণ।  


রক্তিম আভা ছড়াইতেছে পলাশ-কার্পাস-কৃষ্ণচূড়া,
নিজের নকল শুনিয়া ক্রুব্ধ কোকিল আজি বেসুরা।  


শুষ্ক পুষ্করিণীতে দুষ্ট মৎস্যগণ করিতেছে জলক্রীড়া,  
ফাগুনে প্রেমের আগুনে প্রকৃতি যেন যোগিনী মীরা।  


দোল উৎসবের উন্মাদনায় হ্রদয়ে লাগিয়াছে দোলা,
হোলির গান আর নৃত্যের তালে ভাঙের রঙ ঘোলা।


আম্রমুকুলের গন্ধে ত্যাজিয়াছি যত নিদ্রা-তৃষ্ণা-ক্ষুধা,
ভবঘুরের মত পথে পথে ঘুরিয়া আমি যেন গুমশুদা।


এই মিলনমাসে বিচ্ছেদের যন্ত্রণায় করিয়াছি উপবাস,
কলমের ক্রন্দনে তাই রচিয়াছি মম বসন্ত অমনিবাস।