হ্রদয়ের দোলনায় দোলা দিচ্ছে দখিনা সমীরণ,
দিনে রোদের তাপ তো রাতে শীতের শিহরণ।      


বাতাসে ছড়িয়ে কার্পাস-পলাশের পরাগরেণু,    
নবযৌবনা প্রকৃতিদেবী আজ যেন কামধেনু।


জঙ্গলমহলে লেগেছে ঝুমুর গানের মেহেফিল,
এক বছরের নিরবতা ভেঙে ডাকছে কোকিল।  


নদীতীরে সরিষা ক্ষেতে বসেছে হলুদের মেলা,  
চড়ুই হয়ে তোমায় নিয়ে করব সেখানে খেলা।  


খুলে ঐ গোলাপি কার্টিগান আর পশমি চাদর,
বিলিয়ে দাও আমায় তোমার সোহাগ-আদর।    


গার্হস্থ্যের গ্যাঁড়াকলে কিছুতেই বসছেনা মতি,
এর চেয়ে ভালো যদি হতাম বনের বনস্পতি।


বৈধ দাম্পত্যের ব্যথায় যখন বুকটা ব্যাকুল,      
অবৈধ সম্পর্কের জোড়কলমে আসুক মুকুল।  


মন আজ বেলে-কাল এঁটেল-পরশু দোআঁশ,
তাতে শস্যাবর্তন ঘটিয়ে করছি কবিতা চাষ।